পাইকগাছায় পূজা উদযাপন পরিষদর মানববন্ধন


পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির দিক নির্দেশনায় সিলেট সুনামগজ্ঞের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের সাম্প্রদায়িক গোষ্টী ও লুটেরা কতৃক সনাতন ধর্মালম্বীদের বাড়িতে লুট পাট অগ্নি সংযোগ মহিলাদের শ্লীলতাহানি হামলা ও ভাংচুর সহ ব্যপক ধ্বংসযজ্ঞের প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ আনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

 

পাইকগাছা পুজা উদযাপন পরিষদের সভাপতি সমিরন সাধুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন প্রাণকৃষ্ণ দাশ, সুনিল চন্দ্র মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, বাবুরাম মন্ডল, হেমেশ মন্ডল, শিক্ষক সুকৃতি মোহন সরকার, বি,সরকার, পঞ্চানন সানা, দীপক মন্ডল, জগদীশ রায়, প্রকাশ ঘোষ বিধান, গৌরঙ্গ মন্ডল, পিযুষ সাধু, সঞ্জিব রায়, জগনাথ দেব নাথ।