পাইকগাছা(খুলনা)প্রতিনিধি: খুলনার পাইকগাছায় চুরি,মাদক সহ ৯ মামলার আসামি নাসির গাজী (২২) মাদক বিক্রি কালে পুলিশের হাতে আটক হয়েছ। তার কাছ থেকে গাজা উদ্ধার করেছে পুলিশ। সে পৌর সভার ৫ নং ওয়ার্ডের সরল গ্রমের খোকন গাজীর ছেলে।
জানা যায়, পাইকগাছা থানা পুলিশ শনিবার ১১ টার দিকে পাইকগাছা থানার পি এস আই মোল্যা শাহদাৎ রাতে টহলে থাকা কালে সোর্সের মাধ্যমে ৬ নং ওয়ার্ডের মাইক্রো স্টান্ডের সামনে গাঁজা বিক্রি কালে নাসির উদ্দীন গাজীকে হাতে গ্রেফতার করেন। সে দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য বিক্রি করে আসছে বলে ওসি এজাজ শফী জানান।
এ ছাড়া সে এলাকায় মটর সাইকেল চোর সেন্টিকেটের সদস্যসহ নানাবিধ চোরাই ঘটনার সাথে জড়িত বলে জানা যায়। তার বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রন অইনে মামলা হয়েছে। ওসি এজাজ শফী আরও জানান তার নামে পাইকগাছা থানায় মাদক, চুরি সহ নয়টি মামলা রয়েছে।