পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছা থনা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীর মধ্যো এক জনকে আটক করেছে। অপর দু জন পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ অপর দু জনকে আটকের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
জানা গেছে, মঙ্গলবার সন্ধা সাড়ে সাত টার দিকে পৌর সভার সরল বাজারে পার্শবর্তী সাতক্ষিরা জেলা ফিংড়ির জোড় দিয়া গ্রামের সোহবান বৈদ্যর ছেলে তুহিন বৈদ্য সহ আরো দুই জন গাঁজা বিক্রী করছে। এমন গোপন সংবাদে পাইকগাছা থানা ওসি এজাজ শফীর নির্দেশে এ এস আই নাসির উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে সরল বাজারে হানাদেয়।
এ সময় ৫০ গ্রাম গাঁজা সহ তুহিনকে গ্রেফতার করে এবং অন্যরা পালিয়ে যায়। তুহিন জানিয়েছে স্থানীয় লাবলু ও আসিফ তার সহ যোগীতা করতো।