পাইকগাছা (খুলনা)প্রতিনিধি: পাইকগাছা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ মামলার আসামি গফ্ফার সরদার (৪৭) কে মাদক সহ আটক করেছে। সে চাঁদখালী ইউপির চাঁদখালী গ্রামের মৃত মিরাজ সরদারের ছেলে। এ ঘটনায় পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছে।
জানা যায়, উপজেলার চাঁদখালী বাজারের গরু হাটের পাশে রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদ পেয়ে থানার এস আই অভিজিৎ বিশ্বাস ভোর সাড়ে ৫টায় সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিজান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা কালে তাকে আটক করা হয় এবং তার শরিরে তল্লাশি করে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় গাঁজা উদ্ধার করে পুলিশ।
এবিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ এজাজ শফি জানান, আসামির পিসিপিআরে দেখা যায় সে সাতক্ষীরা, খুলনা সহ বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে ১১টি মাদক সহ বিভিন্ন মামলার রয়েছে । তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।