পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় রাস্তার মাটির কাজের পাওনা টাকা চাওয়ায় না দেওয়ার জন্য হুমকি ও ভয়ভীতি অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ হয়েছে।
লিখিত অভিযোগে জানা যায়, দেলুটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম পাড়ায় কেয়ারের ১ কিলোমিটার রাস্তা মাটির কাজের জন্য ২ লাখ ৩১ হাজার টাকায় ঠিকাদার জাহাঙ্গীর হোসেনের সাথে চুক্তিবদ্ধ হয়। গত ঘুর্ণি ঝড় ইয়াসের আগে উক্ত রাস্তা সম্পন্ন করা হয়েছে।
কিন্তু ঠিকাদার জাহাঙ্গীর হোসেনের কাছে টাকা চাইতে গেলে বিভিন্ন প্রকার তালবাহানা করে। পরবর্তীতে ইয়াসে রাস্তা ক্ষতিগ্রস্থ হলে সংস্কার না করে দিলে টাকা দিবেন না বলে সাফ জানিয়ে দেন।
উপায়ান্তর না পেয়ে শান্তনু সরকার পাওনা টাকা পাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করেছে।