পাইকগাছায় স্কুল ছাত্রীর বিষপানে আত্নহত্যা


পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় বৃষ্টি নামে ৯ম শ্রেনীর এক স্কুল ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। সে ভিলেজ পাইকগাছার ফারুক সরদারের মেয়ে। পুলিশ মৃতের লাশ সুরতহাল রিপোট শেষে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরন করেছে। এ ঘটনায় থানায় অপমৃতু মামলা হয়েছে।

 

স্থানীয় প্রিন্স নামে এক যুবকের প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে পিতা- মাতার অভিযোগ। প্রিন্স অবঃ পুলিশ সদস্য মাজেদ সানার ছেলে।

 

বৃষ্টির পিতা ফারুক সরদার জানান, রোববার রাত সাড়ে ১১টায় মেয়ে ঘরের বাহিরে আসার জন্য দরজার তালা খুলে দিতে বললে আমি তালা খুলে দেই। সে বাহির থেকে আবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এর পর রাত সাড়ে ১২ টার দিকে সে কান্না-কাটি শুরু করে বিষপানের কথা জানায়।

 

দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে প্রাথমিক চিকিৎসার পর কর্তৃপক্ষ খুলনায় নিজে যাবার পরিমর্শ দেন। খুলনায় নিয়ে যাবার পথে ডুমুরিয়া পর্যন্ত পৌছালে রাত সাড়ে ৪টার দিকে বৃষ্টির মৃত্যু হয়।

 

স্থানীয়রা অভিযোগ করেন প্রিন্স এ রকম আরো দু থেকে তিনটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল।