পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় নিয়মিত মাদক বিরোধী অভিযান চলাকালে ৩ মাদকসেবীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত আড়াইটায় মামুদকাটি মোড়ে সন্দেহভাজন চলফেরা করা অবস্থায় মামুদকাটি গ্রামের প্রফুল্ল চক্রবর্তীর ছেলে পলাশ চক্রবর্তী (৩১), হরিঢালী গ্রামের মোসলেম সরদারের ছেলে মান্দার সরদার (২৮) ও হরিদাশকাটি গ্রামের শেখ নুর ইসলামের ছেলে ফয়সাল (২৮) কে পুলিশ গ্রেপ্তার করে।
থানায় জিজ্ঞাসাবাদে কোন কাজ করেনা, ও কোন আয়ের উৎস্য বলতে না পারায় ও মাদকের সাথে সংশ্লিষ্ঠতার কথা স্বীকার করেছে বলে ওসি এজাজ শফী জানান। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে।