পাইকগাছা থানা ওসির নতুন উদ্যোগ-সুদখোরদের বিরুদ্ধে ব্যাবস্থা


পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা থানার ওসি এজাজ শফী সুদখোর,মাদক সেবি,মাদক বিক্রি,চুরি ছিনতাই,ডাকাতিসহ নানা অপরাধ মুলক কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনে নতুন উদ্যোগ গ্রহন করছেন বলে জানান। তিনি বুধবার সকালে থানা চত্বরে গ্রাম পুলিশদের হাজিরা শেষে তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা কালে এসব কথা বলেন।

 

গ্ৰাম পুলিশদের সার্বিক সহযোগিতা কামনা করে তাদের কাছ থেকে তথ্য চেয়েছেন। ইতোমধ্যে অপরাধ প্রবনতা অনেকাংশ কমে গেছে।এবার টার্গেট সুদখোর।চলছে তালিকা প্রস্তুতি। তবে সেচ্ছায় যারা আত্মসমার্পন করে স্বাভাবিক পথে ফিরে আসবে তাদের জন্য বিশেষ ক্ষমা করার ঘোষনা দেন ওসি এজাজ শফী।