পাইকগাছা পৌরসভা নির্বাচন ; উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীদের মনোনয়নপত্র জমা


ইমদাদুল হক, (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষদিনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যোদিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র, কাউন্সিলর এবং সতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে দলে দলে মেয়র, সংরক্ষিত আসনে মহিলা প্রার্থী ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা প্রস্তাবক,সমর্থককারী নিয়ে নির্বাচন বিধি মেনে উপজেলা নির্বাচন অফিসে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা এম মাজহারুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন।

 

সকালে প্রথমে কমিউনিস্ট পার্টির এড প্রশান্ত কুমার মন্ডল দলীয় লোক জন নিয়ে মনোনয়ন পত্র জমা দেন।তার পর বিএনপির এম মনিরুজ্জামান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ শামছুল আলম পিন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আঃ মজিদ,পৌর বিএনপির আহ্বায়ক এড জিএম আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মোড়ল শাহাদাত হোসেন ডাব্লু, আবুল হোসেন,সহ নেতা কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন, বিকাল সাড়ে ৩,টায় আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড সুজিত অধিকারী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সহ-সভাপতি সমীরন সাধু যুগ্ন সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, জেলার নেতা সরদার আবুল কাসেম ডাব্লু, মোজাফফর মোল্লা, রকিবুল ইসলাম লাবু, খায়রুল আলম,দেব দুলাল,অমিয় অধিকারী, রেজাউল ইসলাম রেজা, খায়রুল, সাদিকুর রহমান রিমু, প্রভাষক ময়নুল ইসলাম,যুব নেতা এম এম আজিজুল হাকিম এড শিবুপদ, শেখ জিয়াদুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন।

 

গতকাল শেষ পর্যন্ত ৪৯ টি মনোনয়ন পত্র জমা পড়ে বলে উপজেলা নির্বাচন অফিসার কামাল আহম্মেদ জানান। মেয়র পদে ৩ টি  সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ টি ও সাধারণ কাউন্সিলর পদে ৩৪ টি মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা। আগামী ৩ জানুয়ারি ২১ তারিখে মনোনয়ন যাচাই-বাছাই করা হবে এবং আগামী ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে ।