পাইকগাছা পৌর নির্বাচনে ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী ইমদাদুলের গণ সংযোগ


পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: আগামী ৩০ জানুয়ারী পাইকগাছা পৌর সভা নির্বাচন। নির্বাচন কে সামনে রেখে ৯ নং ওয়ার্ডের কাউনন্সিলর প্রার্থী এস এম ইমদাদুল হক জোরে সোরে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এ ওয়ার্ডে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। তার মধ্য এস এম ইমদাদুল হক ( উটপাখি) মোঃ আনারুল ইসলাম ( ব্রিজ) ও রঞ্জন কুমার সানা (পানির বোতল) প্রতিক নিয়ে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

 

এলাকা বাসি জানিয়েছেন ইমদাদুল একজন শিক্ষিত,যোগ্য ভদ্র ও শান্ত স্বভাবের মানুষ। সে কারণে তিনি এ ওয়ার্ডে দুবার নির্বাচিত হয়েছেন। তারই ধারাবাহিকতায় তিনি আবারো নির্বাচিত হবেন বলে তারা ধারনা করছেন। তিনি ও তার সমার্থকরা প্রতিদিন উটপাখি প্রতিক নিয়ে বাড়িতে বাড়িতে গণসংযোগ সহ ভোট প্রার্থনা করছেন।

 

এ বিষয় ইমদাদুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন এ ওয়ার্ডটি আমরা প্রশাসনকে ঝুকিপূর্ণ বলেছি এবং প্রশাসনের পক্ষথেকে ঝুকি দেখানো হয়েছে। তিনি আরো বলেন নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আমি আসাবাদী।