ফের জম্মু-কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় গুলি ছুড়েছে পাকিস্তান সেনারা। হামলায় ভারতীয় ২ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটি।
ভারতের দাবি, জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার লাইন অব কন্ট্রোলের সুন্দরবানি সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করেই গুলি চালায় পাক সেনার। বিনা উস্কানিতে কেয়ক দফায় গুলি ছোড়েন তারা। এতে পাল্টা জবাব দেয় ভারতীয় সীমান্তরক্ষীরাও। দু’পক্ষের কয়েক দফা গোলাগুলির এক পর্যায়ে দুই ভারতীয় সৈন্য ঘটনাস্থলেই প্রাণ হারান।
ওই সেক্টরে দায়িত্ব থাকা ভারতীয় বহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের সেনা সীমা লঙ্ঘন করে ভাতরীয় সেনাদের উপর গুলি চালায়। এ ঘটনায় এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুঞ্চ জেলার লাইন অব কন্ট্রোলে পাক হামলায় এক জুনিয়র কমিশন্ড অফিসার নিহত হন। গুলিবিদ্ধ হন আরও এক বেসামরিক নাগরিক।