পাবনায় ঈশ্বরদীতে যুবলীগকর্মীকে গুলি করে হত্যা


পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ওয়ালিফ হোসেন মানিক নামের এক যুবলীগকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড় সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত মানিক পাকশী দিয়ার বাঘইল (রূপপুর মোড়) এলাকার ইউনুস আলীর ছেলে ও পাকশী ইউনিয়ন যুবলীগের কর্মী ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ২০২৩ সালের ১৭ জুন রাত ১১টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা গ্রামের এমপি মোড়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন হাতকাটা টুনটুনির ছোট ভাই ও ছাত্রলীগকর্মী তাফসির আহম্মেদ মনা (২৪)।
সেই মামলার আসামি ছিলেন পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমানে যুবলীগকর্মী ওয়ালিফ হোসেন মানিক। গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন তিনি।
২০ দিন আগে হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর কারাগার থেকে বের হয়েছেন।