পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পায়না গ্রামে খেলাধূলাকে কেন্দ্র করে বিশৃঙ্খল সৃষ্ট হলে একজন নিহত হয়।
নিহত ব্যক্তির হলেন পায়না গ্রামের মৃত হারুন মোল্লার ছেলে মোজাহার হোসেন(৬৮)। এ ঘটনায় স্থানীয় ফজর আলী মোল্লা নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বেড়া মডেল থানার পুলিশ।
স্থানীয় ব্যক্তি ও বেড়া মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১০.৩০ মিনিটের দিকে খেলাধূলাকে কেন্দ্র করে স্থানীয় বৃদ্ধ মোজাহারের সাথে দ্বন্দ্ব হয়।
সেই দ্বন্দ্বের জেরে পলাশ ও আরও কয়েকজন মোজাহারের উপর চড়াও হলে ঘটনাস্থলে বৃদ্ধ মোজাহার গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
সাথে সাথে তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাদিউল ইসলাম বলেন, লাশটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।