পাবনায় জয়া ও ক্যাপ্টেন চারকোল  কোম্পানির মালিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা 


পাবনা প্রতিনিধি: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চকচৌকিবাড়ী পরানপুর গ্রামে অবস্থিত পাঠকাঠি থেকে কার্বন  উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়া কোম্পানির মেয়াদ উত্তীর্ণ কাগজ পত্র থাকার অপরাধে ম্যানেজার ইমরান হোসেনকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আটঘরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন।
পুলিশ জানায়, মঙ্গলবার ২৬ নভেম্বর দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারি সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে জয়া কোম্পানিতে অভিযান পরিচালনা করেনা। এসময় তাদের কোম্পানির কাগজ পত্র যাচাই বাছাই করে দেখেন মেয়াদ উত্তীর্ণ।
এতে বৈধ কাগজ পত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এবং বৈধ কাগজ পত্র না হওয়া পর্যন্ত কোম্পানি বন্ধ থাকার নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য, গত বছর তাদেরকে বৈধ কাগজ পত্র করার জন্য সতর্ক করা হয়েছিল।
একদন্ত ইউনিয়নের বেলদহ ক্যাপ্টেন চারকোল ইন্ড্রাস্টি এর মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের পরির্দশক মোঃ আব্দুল মমিন উপস্থিত ছিলেন।
এলাকাবাসী জানান, এই অবৈধ কোম্পানি গড়ে ওঠার কারণে আমরা ফসলাদি জন্মাতে পারি না। এসব কলের কালো ধোয়ায় গাছে কোন ফল আসে না।
আম,জাম, লিচু গাছে মুকুল আসলে এই কালো ধোয়ার কারণে গুটি নষ্ট হয়ে যায়। ফসলের ব্যাপক ক্ষতি হয়। তাদের দাবি এই কোম্পানি যাতে এলাকা থেকে বন্ধ করে দেওয়া হয়।
এই কোম্পানির মালিকের এলাকায় প্রভাব খাটিয়ে কৃষকের শতশত বিঘা জমির ফসল দীর্ঘ দিন ধরে নষ্ট করে আসছে।