
এ ঘটনায় সাঁথিয়া থানাপুলিশ লাশ উদ্ধার করে এবং ট্রাকটি ফেলে রেখে চালক পালিয়ে যায় বলে জানান পুলিশ।
নিহতরা হলেন, রাঙ্গামাটিয়া গ্রামের আলতাব হোসেনর ছেলে খোকন-(৩৫), ছোন্দহ গ্রামের সাঈদ মোল্লার ছেলে রাসেল (৩০), নজিমুদ্দিনের ছেলে ধনি প্রামানিক। আহতদের সাঁথিয়া হাপাতালে ভর্তি রয়েছে।
পুলিশ ও স্থানীয়সুত্রে জানা গেছে, শুক্রবার ভোর রাতে করিমনে করে কিছু কৃষি শ্রমিক পিয়াজ বপনের উদ্দেশ্যে সুজানগর বামনদি যেতে নিচ্ছিল। এমন সময় রাঙ্গামাটিয়া রিপনের বাড়ির নিকট করিমন নস্ট হওয়ায় ঠিক করতে নিচ্ছিল চালক।
এমন সময় মাধপুর থেকে একটি ট্রাক বেড়ার দিকে যাওয়ার পথে ওই করিমনকে ধাক্কা দিলে করিমন উল্টে তিন যাত্রী নিহত হয়। এতে আরও ৪ কৃষি শ্রমিক আহত হয়।