পাবনায় নারী শ্রমিক গণধর্ষণের অভিযোগে আটক ২


আটঘরিয়া( পাবনা) প্রতিনিধি : পাবনা সদর উপজেলা বলরামপুরে কারখানায় কাজ শেষে বাড়ি ফেরার পথে এক নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার মূলহোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে জানা গেছে।
রোববার (৬ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। এর আগে গত শুক্রবার (৪ নভেম্বর) রাতে সদর উপজেলার বলরামপুরের ইন্ট্রা ফুড এন্ড বেভারেজ কোম্পানির পেছনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী স্থানীয় একটি কারখানায় ফ্লোর সুপারভাইজার হিসেবে কাজ করেন। শুক্রবার কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় ৭ থেকে ৮ জন যুবক এসে ওই নারীকে জোর করে জঙ্গলের দিকে নিয়ে যায়। সেখানে কয়েকজন মিলে ওই নারীকে ধর্ষণ করেন।
স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম রবি বলেন, ঘটনা খুবই দুঃখজনক। আমরা ইতোমধ্যেই তাদের চিহ্নিত করেছি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নিচ্ছেন। আর যাতে এ ধরণের ঘটনা না ঘটে সেজন্য এর কঠোর শাস্তি হওয়া উচিত।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের নাম-ঠিকানা কিছু পেয়েছি। তাদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। খুব শিগগিরই তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।