পাবনায় নিখোঁজের একমাসেও সন্ধান মেলেনি শিশু তামিমের


পাবনা প্রতিনিধি: নিখোঁজের একমাস পার হয়ে গেছে কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান মেলেনি শিশু তামিমের। পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীর তীরে অবস্থিত মাজাট গ্রামের সাগর এর ছেলে তামিম (১২) বিগত এক মাস আগে অক্টোবর মাসের ২৬ তারিখ দুপুরের পরে থেকে নিখোঁজ রয়েছে।
নিকট আত্মীয় স্বজন থেকে শুরু করে বাড়ির পার্শ্ববর্তী নদীর তীরে অবস্থিত গ্রামে গ্রামে খোঁজ করেও কোন লাভ হয়নি। দীর্ঘ এক মাস পার হলেও কেউ কোন সন্ধান দিতে পারেনি শিশু তামিমের।
তামিমের বাবা সাগর জানায়, সেদিন (২৬ অক্টোবর) দুপুরে নদীর পাড়ে শেষ বারের মত দেখা হয় তামিমের সাথে এর পরে সে কাজে চলে যায়। সন্ধ্যায় এসে তাঁকে না পেয়ে খোঁজ খবর নিতে থাকে।  কিন্তু কেউ তার কোন সন্ধান দিতে পারেনি।
পরের দিন নদীর পাড়ে তার সেন্ডেল পাওয়া যায় এই সুত্রে শিশু টিকে কেউ নদীতে মেরে ফেলে দিয়েছে কি না এরকম সন্দেহ করছে তার পরিবার। এছাড়াও আরো অনেক রকম অ আশঙ্কায় রয়েছে তামিমের পরিবার।
এই বিষয়ে পরিদর্শনে এসে এসআই আবু নাইম বলেন, শিশু তামিমের হারিয়ে যাওয়ার বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। সন্দেহ করার মতো সকল ব্যাক্তিদের বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
সম্ভাব্য সব নিকট আত্মীয় স্বজনের কাছে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। কিন্তু আশ্চর্যজনকভাবে তেমন কোন ক্লু এ পর্যন্ত সংগ্রহ করতে পারি নাই। তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে আমরা সব সময় খোঁজখবর রাখছি।
কেউ জানে না শিশু তামিমের ভাগ্যে কি ঘটেছে। তবে প্রতিনিয়ত তামিমের ফিরে আসার প্রত্যাশায় চোখের জল ফেলছে তামিমের মা তাসলিমা।
স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্র তামিম অত্যন্ত শান্ত স্বভাবের ছিল বলে জানায় এলাকাবাসী। তামিমের এভাবে হারিয়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করেছে এলাকার অনেকেই।