পাবনা প্রতিনিধি: বিশ্বব্যাংকের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইসি)’র আওতায় “পাবনা জেলায় পরিবেশ সম্মত উপায়ে নিরাপদ লিচু উৎপাদন প্রবর্তন” শীর্ষক উপ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে পিকেএসএফ এর সহযোগীতায় ও ওসাকা’র বাস্তবায়নে ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক জামাল উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওসাকার উপ পরিচালক সাইফুল ইসলাম। নিরাপদ লিচু উৎপাদন বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ওসাকার প্রকল্প ব্যবস্থাপক রফিকুল হক।
অনুষ্ঠানে ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা সরকার’র সভাপতিত্বে আরো বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা খন্দকার মাসুদ রানা, লিচু চাষী আব্দুল জলিল মন্ডল (লিচু কিতাব), মধু চাষী ফারুক প্রমুখ।
এ সময় ওসাকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও অর্ধশতাধিক লিচু চাষী উপস্থিত ছিলেন।