পাবনায় মোটরসাইকেল চালক নিহত


পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে রাস্তার পাশে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় সজীব হোসেন তালুকদার (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুরিয়া ইউনিয়নের কালিকাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক সজীব হোসেন ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এলাকার ইসমাইল তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সজীব দাশুড়িয়া থেকে মোটরসাইকেল নিয়ে পাবনা যাচ্ছিলেন। পথে পাবনা সুগার মিল এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে আঘাত করে তাঁর মোটরসাইকেল। পরে স্থানীয়রা শব্দ পেয়ে দৌঁড়ে এসে সজীবকে মৃত দেখতে পান।
পাকশি হাইওয়ে পুলিশের এএসআই বিল্লাল হোসেন জানান, পাবনা সুগার মিল এলাকায় রাস্তার পাশে একাধিক খাবার হোটেল রয়েছে।
ট্রাক চালকেরা সেখানে খাবার খান।
রাতের অন্ধকারে দেখতে না পেয়ে থেমে থাকা একটি ট্রাকের পেছনে সজীবের মোটরসাইকেল সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই সজীব মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।