
নিহত রোজিনা খাতুন আরামবাড়িয়া গ্রামের আফজাল হোসেনর মেয়ে।
বৃহস্পতিবার(২৪ আগষ্ট) সকালে দিকে রোজিনা খাতুন মোটরসাইকেল যোগে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ঈশ্বরদী বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বিদ্যুৎ পুলের সাথে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা খেলে রোজিনা খাতুন গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত চালককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।
এবিষয়ে ঈশ্বরদী থানার ওসি তদন্ত হাসান বসির দৃর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের লাশ হাসপাতালে আছে।