
পাবনা সদর থানার উপ-পুলিশ পরির্দক (এসআই) জসিম উদ্দিন জানান, আজ রোববার সকালে হামিদপুরে জাহাঙ্গীরের লিচু বাগানে মোশারফের মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত মোশারফ প্রামাণিক হামিদপুরের মাহাতাব প্রামাণিকের ছেলে।
পুলিশ আরো জানান, এটা হত্যা না কি আত্বহত্যা সেটি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়রা জানায়, মোশারফ মানসিক সমস্যায় ভুগছিল।