পাবনায় সিএনজি অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে শিশু নিহত চালক আটক


পাবনা প্রতিনিধি : পাবনায় সিএনজি অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে আবু তালহা(৪) নামের এক শিশুর নিহত হয়েছে। সোমবার(৯ জানুয়ারি)  দুপুরে পাবনা সদর পৌর এলাকার পৈলানপুর পিবিআই অফিসের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত আবু তালহা পাবনা সদর উপজেলার হিমায়াতপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সোমবার দুপুরের দিকে নিহত শিশু আবু তালহা  তার মায়ের সাথে সিএনজি অটোরিকশা যোগে শহরে দিকে যাচ্ছিল।
যাওয়ার পথে পৈলানপুর পিবিআই অফিসের সামনে পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক সিএনজি অটোরিকশা কে ধাক্কা দিলে শিশুটি রাস্তায় পড়ে যায়। এ সময় ট্রাকটির চাকার নিচে পরলে  শিশুটির ঘটনাস্থলেই মৃত্যু হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘাতক ট্রাক  ও ড্রাইভারকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।