
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে পাবনা সদর উপজেলার চর বলরামপুর মালিথাপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ।
এ সময় দুই ব্যক্তির বাড়ির বসতবাড়ির আঙিনায় রোপনকৃত মোট চারটি গাঁজার গাছ জব্দ করা হয়। জব্দকৃত চারটি গাঁজার গাছের ওজন প্রায় ৪৫ কেজি। এ সময় দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, চর বলরামপুর মালিথাপাড়া গ্রামের হাসেম মালিথা (৫০) ও শামসুল মালিথা (৪০)।
এ ঘটনায় মামলা দায়েরের পর সোমবার বিকেলে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।