পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ২৫শ কম্বল বিতরণ 


পাবনা প্রতিনিধি : পাবনা-৪, আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি বলেছেন, জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়ন শীল দেশ হিসেবে বিশ্ব দরবারের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এদেশ বঙ্গবন্ধুর দেশ,এদেশ আওয়ামী লীগের দেশ,এদেশ শেখ হাসিনার দেশ।
আওয়ামী লীগের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছিল। এই দেশটাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা উন্নয়নর ধারা অব্যাহত রেখেছে। তার পিতার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। দেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের কাছে পরিচিত লাভ করেছে। আজ বাংলাদেশ উন্নয়ন শীল দেশ। আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান। ১০ জানুয়ারি সকালে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ২৫শ পিচ কম্বল বিতরণকালে উপরোক্ত কথা গুলো বলেন।
আটঘরিয়া পৌরসভা প্রাঙ্গণে মঙ্গলবার নেতাকর্মীদের মাঝে বিতরনকালে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম,  সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল,
পৌর আওয়ামী লীগের আহবায়ক গোলজার হোসেন,  যুগ্ম আহবায়ক আ: আজিজ, জাহিদুল ইসলাম মুকুল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, ঈশ্বরদী উপজেলা আওয়ামী যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস,
মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী খান,  সাধারন সম্পাদক জিন্নাত আলী, চাঁদভা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক সাবান হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন/ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/ সম্পাদক বৃন্দ।