পাবনার দ্বীপচরে প্রতিপক্ষের হামলায় আহত-২


পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার দ্বীপচর উত্তর পাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ২জন আহত হয়েছেন। আহতরা হলেন দ্বীপচর উত্তর পাড়ার দেওয়ান আলী খাঁর পুত্র মো. ইমরান খাঁ এবং বাংলাবাজার গ্রামের রবিউল ইসলামের পুত্র মো. রকি। আহতরা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনা সূত্রে জানা যায়, শনিবার বেলা ১০টায় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার বারেক খাঁর নেতৃত্বে মামুন খাঁ, সাত্তার খাঁ, সাত্তার মকবুল খাঁ, বাদল খাঁ, ভর্দর খাঁ, মো. আনিছ দেশীয় অস্ত্র নিয়ে মো. ইমরান খাঁর উপর হামলা করে।

এসময় তাকে রক্ষা করতে আসলে তার ভাগ্নে মো. রকিও আহত হয়। তাদেরকে আহতবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।এঘটনায় পাবনা সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।