পাবনায় পাওয়ার টিলারের চাপায় মৃত্যু


আটঘরিয়া (পাবনা)  প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে জমিতে ঘাস কাটতে গিয়ে পাওয়ার টিলারের চাপায় আক্তার হোসেন নামে এক ব্যক্তি মারা গেছেন।
দুর্ঘটনাটি ঘটেছে হান্ডিয়াল কন্নিপাড়া মাঠে রোববার  (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে।
নিহত আক্তার হোসেন হান্ডিয়াল ইউনিয়নের বড়বেলাই গ্রামের আঃ ছাত্তারের ছেলে।
জানা গেছে,আকতার হোসেন এদিন সকালে কন্নিপাড়া মাঠে পাওয়ার টিলার নিয়ে ঘাস কাটতে যান। একপর্যায়ে পাওয়ার টিলার উল্টে গেলে সে নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই মারা যান।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন দুর্ঘটনার বিষযটি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গ পাঠানো হয়েছে।