আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: পাবনায় শালগাড়িয়া স্কয়ার গেটের সামনে পূর্ব শত্রুতার জেরে শনিবার বেলা ২টায় প্রতিপক্ষের হামলায় ২জন আহত হয়েছেন। আহতরা হলেন, শালগাড়িয়া কসাইপাড়ার সালাম কোরাইশীর ছেলে জনি কোরাইশী (৩৭)এবং মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. রিপন (২৬) ইসলাম। আহতদেরকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
আহত জনি কোরাইশী জানান, ৩০ জানুয়ারী পাবনা সেন্টাল গার্লস স্কুলে ভোট দিতে যাবার সময় পূর্ব শত্রুতার জের ধরে শালগাড়িয়ার আলাউদ্দিন কোরাইশীর ছেলে সোনাই কোরাইশী এবং মো. আজিজলের ছেলে শহিদুল্লাহ আমাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। সন্ত্রাসীদের হামলায় আমি ও আমার সাথে থাকা মো. রিপন গুরুতর আহত হই।
তিনি আরও জানান, আমি পাবনা পৌরসভায় শরিফ প্রধানের নারিকেল প্রতীকের পক্ষে নির্বাচন করায় সন্ত্রাসীরা আমার ওপর আরও ক্ষিপ্ত হয় এবং আমাকে হত্যার হুমকি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে।
সংবাদটি লেখার সময় এ ঘটনায় মামলার এজাহার দায়েরের প্রস্তুতি চলছিলো।