পাবনায় মায়ের সাথে পরীক্ষা কেন্দ্রে ৩২ দিনের শিশু


আটঘরিয়া (পাবনা)  প্রতিনিধি: পাবনার সুজানগরের নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষা কেন্দ্রে এসেছে ৩২ দিনের দুগ্ধ শিশু।
সুজানগর মহিলা ডিগ্রী কলেজের ছাত্রী রাজিয়া সুলতানা তার ৩২ দিনের শিশুসহ এইচএসসি পরীক্ষা দিতে তার দুধের বাচ্চাকে সাথে নিয়ে পরিক্ষায় অংশগ্রহণ করেন।
রোববার (০৬ নভেম্বর) সকালে পাবনার সুজানগরের নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কালে বিষয়টি নজরে পড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের।
তিনি মানবিক ভাবে অধ্যক্ষকে বলে রাজিয়া সুলতানাকে বাচ্চাসহ আলাদা রুমে পরিক্ষার সুযোগ করে দেন এবং বাচ্চা রাখার জন্য অন্য একজনকে গার্ড হিসেবে পাশে থাকার সুযোগ করে দেন।
পরিক্ষার্থী রাজিয়া সুলতানা ইউএনওসহ কর্তৃপক্ষের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান, কেন্দ্র সচিব অধ্যক্ষ আলমগীর হোসেন ।