পাবনায় মালি ওয়ার্ড শ্রমিক লীগের কর্মীসভা ও কমিটি অনুমোদন


আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: পাবনায় জাতীয় শ্রমিক লীগ মালি ইউনিয়নের ১, ২ ও ৩ ওয়ার্ড শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মাহমুদপুর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রমিক লীগের পাবনা সদর উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব আব্দুস সালাম ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মানিক খান।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু। মালি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রানা মুন্সির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মালি ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জালাল প্রাং, যুবলীগ নেতা অ্যাড. ওয়াসিম বারি, জিয়াউর রহমান, আইয়ুব আলী প্রমূখ।

এসময় ১ নং ওয়ার্ডে রঞ্জু শেখকে সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক, ১ নং ওয়ার্ডে রেজাউর রহমানকে সভাপতি ও মিন্টু প্রামানিককে সাধারণ সম্পাদক এবং ৩ নং ওয়ার্ডে আবুল কালামকে সভাপতি ও জিয়াউর রহমানকে সাধারণ সম্পাদক করে দ্বিবার্ষিক কমিটির অনুমোদন দেয়া হয়।