পাবনায় সড়ক দূর্ঘটনায় পারমানবিকের শ্রমিক নিহত


আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায় সড়ক দূর্ঘটনায় পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের শ্রমিক রুবেল হোসেন (২৮) নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ভোর ৬টার সময় ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া গোলচত্বরের পাশে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  রুবেল হোসেন পাবনার আটঘরিয়া উপজেলার পৌর এলাকার বিশ্রামপুর মহল্লার মোঃ আবুল কাশেমের একমাত্র ছেলে। পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিশ কুমার স্যানাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, রুবেল হোসেন রূপপুর পারমানবিক প্রকল্পে শ্রমিকের কাজ করতেন। ঘটনার দিন ভোরে মোটরসাইকেল যোগে কর্মক্ষেত্র যাওয়ার পথে দাশুড়িয়া গোলচত্বরের পাশে পৌছালে এই দূর্ঘটনায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা শোকে মাতম হয়ে পড়েছে।