পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী রচনা প্রতিযোগিতায় জেলায় প্রথম


আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: গণগ্রন্থাগার অধিদপ্তরের জেলা সরকারি গ্রন্থাগার, পাবনা কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সিরাজুম মনিরা পাবনা জেলায় প্রথম স্থান অধিকার করেছে।
 জেলা সরকারি গ্রন্থাগার, পাবনা কর্তৃক আয়োজি ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওই ছাত্রী ‘ক’ গ্রুপে রচনা প্রতিযোগিতায় অংশ নেন। পরবর্তীতে রচনা পরীক্ষা করার পরে পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সিরাজুম মনিরাকে পাবনা জেলার প্রথম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
সিরাজুম মনিরার এই কৃতিত্বে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন তাকে অভিনন্দন জানান এবং শুভেচ্ছা পুরস্কার প্রদান করেন। উল্লেখ্য যে, পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয় লেখাপড়া ছাড়াও খেলাধুলা এবং সাংস্কৃতি কো কারিকুলামে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে স্বাক্ষর রাখছে।