
সীমান্ত দিয়ে পাশের দেশ থেকে আমাদের দেশে ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ বা আইস ও ইয়াবা আসছে। এসব মাদকের প্রবেশ রোধে সীমান্তে অত্যাধুনিক সেন্সর ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
রাজধানীর আগারগাঁওয়ে আজ মঙ্গলবার বাংলাদেশ কোস্ট গার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংস্থাটির সদরদপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কোনো মাদক উৎপাদনকারী দেশ নয়। তারপরও মাদকের ভয়াল থাবা থেকে আমাদের প্রজন্মকে রক্ষার জন্য সর্বশক্তি নিয়োগ করেছি।’
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ইয়াবা ও আইস ভয়ঙ্কর ড্রাগ। এই ড্রাগ যাঁরা সেবন করেন, তাঁদের শরীর ও মেধা নষ্ট হয়ে যায় এবং সমাজের জন্য তিনি বোঝা হয়ে যান। এসব মাদক নিয়ন্ত্রণে শুধু কোস্ট গার্ড নয়, পুলিশ, বিজিবিসহ সবাই সতর্ক রয়েছে।’
আমাদের ভবিষ্যত প্রজন্মকে বাঁচাতে হলে আমাদের মাদক নির্মূল করতেই হবে উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, ‘পার্শ্ববর্তী দেশ যাঁরা মাদক উৎপাদন করে, তাঁদের সঙ্গে মন্ত্রী, ডিজি, বিজিবি ও কোস্ট গার্ড পর্যায়ে আলোচনা করছি। ভয়ঙ্কর মাদক ইয়াবা ও আইস প্রবেশ রোধে সীমান্তে সেন্সর লাগানোসহ কোস্ট গার্ডকে আরও শক্তিশালী করা হচ্ছে।’