পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ার ভালুকগাছী কান্তার বিলে জবর দখল করে কৃষি জমিতে পুকুর খনন করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলার ভালুকগাছী কান্তার বিলে এই মানববন্ধানের আয়োজন করেন এলাকাবাসী।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কৃষক মোহাম্মদ হাজী, আজিবর রহমান, আজিজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল-আমিন, আজাদ, মোজাম্মেল হক, সুকচান আলী, শহিনুর রহমান, নাজমুল হোসাইন সহ অনেকে।
বক্তারা বলেন, জবর দখল করে পুকুর খনন করার প্রতিবাদে আমরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেছি এবং আদালতে একটি মামলা করেছি। আমারা ভাত খেয়ে বেঁচে থাকতে চাই, মাছ নয়। মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের কাছে দাবী, আমরা এই মাঠে পুকুর চাই না।
কিছু দালাল রাতের আধারে পুকুর খনন করতে চায়। যার করনে সেই মাঠে ৩ টি ভেকু মেশিন নিয়ে এসে রেখেছে। কিছু ফসলী জমি নষ্ট করে পাড়ি বাধার চেষ্টা করছে। শুধু তাই নয় এলাকাবাসীকে বিভিন্ন হুমকি দিচ্ছে দাললরা। আমরা রাত জেগে পাহারা দিচ্ছি, যাতে পুকুর খনন না করতে পারে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানান।