পুঠিয়ায় প্রবাসীর পরিবারের ৩ মহিলাকে মারধর করে স্বর্ণের চেন ছিনতায়ের অভিযোগ


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় প্রবাসীর পরিবারের ৩ মহিলাকে মারধর করে ২ টি স্বর্ণের চেন ছিনতায়ের অভিযোগ উঠেছে। বুধবার সকালে পুঠিয়া উপজেলার বারইপাড়া খাঁপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে বুধবার প্রবাসীর মেয়ে তানিয়া খাতুন বাদি হয়ে পুঠিয়া থানায় একটি অভিযোগ জমা দিয়েছে।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বারইপাড়া খাঁপাড়া গ্রামের রাজন (২৫) একই গ্রামের কামাল হোসেন (প্রবাসী) এর মা গঞ্জেরা বেগম (৬০), স্ত্রী তারজিনা বেগম (৩৫) ও মেয়ে তানিয়া খাতুন (১৮) কে এলোপাতারি মারধর করে। এ সময় তারজিনা বেগম ও তানিয়া খাতুনের গলায় থাকা স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। তাদেরকে এলোপাতারী মারধর করাই আহত হলে তাদের ৩ জনকে নিয়ে এসে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে গঞ্জেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। কিন্তু তারজিনা ও তানিয়া হাসপাতালে ভর্তি রয়েছে।
তানিয়া খাতুন জানায়, আমার বাবা ওমানে থাকে। রাজনকে আমার বাবা সেই দেশে নিয়ে যায়। কিন্তু সে ৮ মাস থেকে চলে আসে। সে মাঝে মধ্যে আমার বাবা দেশে আসলে মারধর ও হত্যার হুমক দেয়। আজ সে আমাদের বাড়িতে এসে আমাদের মারধর করে স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে যায়।
থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন জানান, এ ব্যাপারে একটি অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।