পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় মটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে রাজশাহী জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাজশাহী জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের ফান্ড থেকে ৪৩ জন মৃত সদস্যের পরিবারের সদস্যদের হাতে অনুদান, ১৪১ সদস্যদের মেয়ের বিবাহের অনুদান এবং ২৪ সদস্যদের পুত্রদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার একেএম নূর হোসেন নির্ঝর, থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।