পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়নের ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম কে সৈরাচার আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মহসীন আলীর নেতৃত্বে হত্যায় জড়িদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে পুঠিয়া উপজেলার বাসুপাড়া বাজারে ওয়ার্ড বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করেন।
বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে আজিজুলের হত্যাকারীদের আটক করে, দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন।
এ সময় রাজশাহী জেলা বিএনপির নেতা নজরুল ইসলাম মন্ডল, ইফতেখায়রুল হক শিমুল, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন, জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম, জেলা যুবদল সদস্য সচিব রেজাউল করিম টুটুল, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবু হায়াত, জিল্লুর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি একরামুল হক, জিয়া পরিষদের সভাপতি নাজমুল ইসলাম মুক্তা, ওয়ার্ড সভাপতি আকরাম শাহ মধু, পৌর যুবদল নেতা নেফাউর রহমান সুমন সহ অনেকে উপস্থিত ছিলেন।