পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় রথযাত্রা মেলায় কয়েক দিন যাবত প্রকাশ্যে চলছে জুয়া আসর। এলাকার কিছু ক্ষমতাশীন ব্যাক্তি মদদ থাকায় এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয় লোকজন প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। মেলায় পুলিশের ডিউটি থাকলেও তারা রহস্য জনক কারণে নিরব ভূমিকা পালন করছে।
জানা গেছে, পুঠিয়া রাজবাড়ী মাঠে রবিবার (৭ জুলাই) রথযাত্রা মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরু দুই এক দিনের মধ্যেই মাঠের দক্ষিণ দিকে মোটর সাইকেল খেলার পার্শ্বেই রিতিমত চলছে ডাব্বু, বউ খেলার নামে ৪ টি প্যান্ডেল করে চলছে জুয়া। এছাড়া বালা খেলার নামে চলছে জুয়া খেলা। প্রতিদিন বিকাল থেকে মধ্যে রাত পর্যন্ত চলে এই আসরগুলো। মাঝে মধ্যে বন্ধ থাকালেও। পরেক্ষণে আবার চালু হচ্ছে জুয়া খেলা। এ নিয়ে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
মেলা পরিচালনাকারী আবুল কালাম বলেন, আমরা জেলা প্রশাসক সাহেবের নিকট থেকে ১৫ দিনের অনুমতি নিয়েছে। মেলায় যাতে কোন অপ্রীতকর ঘটনা সে জন্য পুুলিশের পাশাপাশি ভেলেনটির সদস্যরা কাজ করছে।
পুঠিয়া উপজেলা হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতির সাধারণ সম্পাদক ডাকু জানান, আমরা জেলা প্রশাসক সাহেবের নিকট থেকে ১৫ দিনের অনুমতি নিয়েছে। আমার জানামতে কোন জুয়া খেলা চলছে না। আর যদি চলে থাকে তাহলে আমরা ব্যবস্থা নেব।
থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন, মেলাতে আমরা সব সময় ডিউটি করছি। কোন অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার একেএম নূর হোসেন নির্ঝর জানান, বিষয়টি আমি ওসিকে বলেছি। প্রয়োজনে আবার বলবো।