পুঠিয়া প্রতিনিধিঃ ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের রুপকার মহান স্বাধীনতার ঘোষক’ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে- রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্পিং আলোচনা সভা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) সংসদীয় আসনে সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তির ফরম বিতরণ কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়। শুক্রবার বিকেলে উপজেলা সদরে পুঠিয়া ডালমিল চত্বরে পুঠিয়া বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া পৌর বিএনপি সভাপতি মোঃ বজলুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের (২০০৮ ও ২০১৮ইং) জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পুঠিয়া উপজেলা চেয়ারম্যান, অধ্যাপক আনোয়ারুল ইসলাম (জুম্মা), রাজশাহী জেলা জাতীয়তাবাদী সামাজিক সংস্থা (জাসাস) এর সভাপতি এ্যাডঃ আবুল কালাম আজাদ, পুঠিয়া পৌর বিএনপি’র সাবেক সভাপতি এ্যাডঃ আব্দুস সামাদ, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক, আবু-হায়াত মোহাঃ আসাদুজ্জামান, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদিন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম প্রমুখ।