পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় মাদকদ্রব্য হেরোইনসহ ব্যবসায়ী মোঃ মোখলেসুর (৩৮) কে আটক করেছে র্যাব-৫। সোমবার রাতে উপজেলার বিহারীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মোখলেসুর রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের মোঃ আঃ রহমানের ছেলে।
র্যাব জানায়, রাজশাহী জেলার পুঠিয়া থানার বিহারীপাড়া ১৫ মাইল মোড়ের পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে মোঃ মোখলেসুর নিকট থেকে ১টি পলিথিন ব্যাগের মধ্যে লাল টিস্যুব্যাগের ভিতর রক্ষিত হালকা বাদামী রংয়ের অবৈধ মাদকদ্রব্য হেরোইন একশত গ্রাম উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের উক্ত গ্রেফতারকৃত আসামীকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে বহন করিতেছিল। গ্রেফতারকৃত উক্ত আসামীকে জব্দকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুঠিয়া থানায় এজাহার মুলে হস্তান্তর করা হয়েছে।