পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ার কার্ত্তিকপাড়ায় বিএনপির নেতা আবু হায়াত এর উদ্দ্যেগে শিলমাড়িয়া ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা লক্ষ্যে মতবিনিময় সভায় মিলিত হন। শুক্রবার বিকেলে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কার্ত্তিকপাড়া বাজারে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র আহবায়ক আবু হায়াত বলেন, যারা হামলা, লুটপাট, ভাচুর করছে তারা কোন দলের হতে পারেনা। আমাদের ইউনিয়নে কোথাও কোন ঘটনা ঘটলে নিজেরা একত্রিত ভাবে রুখে দাঁড়াবেন। আর আমাদের খবর দিবেন। আমরা যতটুকু পারি সহায়তা করবে। আমি ও আমার দল আপনাদের সাথে সব সময় আছি এবং থাকবো।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শিক্ষক নরেন্দ্রনাথ মন্ডল। এ সময় পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র আহবায়ক আবু হায়াত, বাংলাদেশ পুজা উযদাপন পরিষদের পুঠিয়া শাখার সভাপতি স্বপন কুমার নিয়োগী, সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সরকার, নিবাস চন্দ্র সরদার, বীর মুক্তিযোদ্ধা কানাই চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা শান্তি চরণ সরকার, বীর মুক্তিযোদ্ধা দিনোবন্ধু প্রাং, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, , বীর মুক্তিযোদ্ধা নিরেন্দ্রনাথ সরকার, অধ্যক্ষ দিলীপ কুমার শীল, সাংবাদিক বিজয় কুমার ঘোষ, জগদিশ চক্রবর্ত্তী, বিনয় চন্দ্র মন্ডল সহ অনেকে উপস্থিত ছিলেন।