পুঠিয়ার বানেশ্বরে ৫০০ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ


পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে ৫০০ কৃষকের মাঝে কৃষি উপকরণ ( ধান বীজ, তিন ধরনের সার ও সিনজেনটা কোম্পানির বিভিন্ন ধরনের কীটনাশক) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় বানেশ্বর পাড়া এলাকার একটি আম বাগানে ঢাকা ব্যাংক লিমিটেড এর অর্থায়নে এবং সিনজেনটা বাংলাদেশ লিমিটেড কোম্পানির সহযোগিতায় এ উপকরণ গুলো বিতরণ হয়।
বানেশ্বরের সিনজেনটা কোম্পানির পরিবেশক মোঃ ইব্রাহিম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের রাজশাহী রিজিওনের প্রিন্সিপাল অফিসার মোঃ মাইনুল ইসলাম ।
আরও উপস্থিত ছিলেন সিনজেনটা বাংলাদেশ লিমিটেড কোম্পানির রিজিওয়ান সেলস ম্যানেজার মোঃ ইমতিয়াজ ইমরোজ, এরিয়া সেলস ম্যানেজার মোঃ মোজাফফর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোসাঃ শাহেদা খাতুন, সিনজেনটা কোম্পানির পুঠিয়ার পরিবেশক নূরে আলম সিদ্দিকী, দূর্গাপুরের পরিবেশক রিয়াজুল ইসলামসহ কোম্পানির বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।