পুঠিয়া উপজেলা প্রেসক্লাবের কম্বল বিতরণ


পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রেসক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা প্রেসক্লবের প্রতিষ্ঠাতা সভাপতি বিজয় ঘোষ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাশীষ বসাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন, পবা হাইওয়ে থানার এসআই সাজ্জাদুর ইসলাম, পূজা উদযাপন পরিষদের পুঠিয়া শাখার সভাপতি স্বপন কুমার নিয়োগী, দৈনিক ভোরের আকাশ এর রাজশাহী ব্যুরো চীফ অজয় ঘোষ, পুঠিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রশিদ, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য মিলন কুমার সরকার, আইয়ুব আলী ঠান্টু, জিয়াউল ইসলাম নোমান সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


পুঠিয়া উপজেলা প্রেসকা¬বের প্রতিষ্ঠাতা সভাপতি বিজয় ঘোষ বলেন, ২০১০ সালে প্রেসক্লাব গঠনের পর আমাদের প্রেসক্লাবের পক্ষ থেকে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করে। তার ধারাবাহিকতায় আমরা কম্বল বিতরণ করছি। আপনারা দোয়া করবেন যাতে এই কার্যক্রম আমরা অব্যহত রাখতে পারি।