পুঠিয়ার নব-নির্মিত মাদ্রাসা ভবনের উদ্বোধন


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ার সাতবাড়িয়া দাখিল মাদ্রাসার নব-নির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডাক্তার মোঃ মনসুর রহমান। সোমবার সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার সাতবাড়িয়ায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ, থানার অফিসার ইনচার্জ সোহওয়াদী হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহারিয়ার রহিম কনক, শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিম মোল্লা, শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল সহ অনেকে উপস্থিত ছিলেন।