পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ার বেলপুকুর এলাকায় কারেন্ট পোকার আক্রমণে ধানের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। কৃষি অফিসের সহযোগীতা না পাওয়ায় কৃষকের উৎপাদিত আমন ধান কারেন্ট পোকার আক্রমণে নষ্ট হয়ে গেছে। কৃষি কর্মকর্তার অবহেলায় মাঠে ঠিকমত তদারকির অভাবে এভাবে কারেন্ট পোকার আক্রমনে ধানের ক্ষতি হয়ে চলেছে।
জানা গেছে, চলতি আমন মৌসুমে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ৭ হাজার ৯ শত ৮০ হেক্টর জামিতে ধানের চাষ করা হয়েছে। এবার ৭৫, ৮৭ এবং ৯৪ জাতের সহ বিভিন্ন ধরনের ধানের চাষ করা হয়েছে।
উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়নের ভাংড়া মাঠে গিয়ে কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়নের বেলপুকুর-ভাংড়া মাঠে কৃষক লিয়াকত আলীর এর আমান ধানের জমিতে কারেন্ট পোকার আক্রমনে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। তার জমিতে পাকা ধান বিভিন্ন স্থানে কারেন্ট পোকার আক্রমনে ধান গাছ মারে যাওয়া সহ ধান নষ্ট হয়ে গেছে।
কৃষক লিয়াকত আলীর ছেলে জাকির হোসেন সহ অনেকে জানায়, আমাদের এই মাঠে কারেন্ট পোকার ব্যাপক আক্রমণ দেখা দিয়েছে। তবে আমাদের এই মাঠে দায়িত্ব থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহামুদুল্লাহ ২০ দিন আগে এসে বিষ দিতে বলে ছিলো। তারপরও কারেন্ট পোকার আক্রমনে ধান নষ্ট হয়ে গেছে।
সংশ্লিষ্ট ওয়ার্ডে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহামুদুল্লাহ জানান, আমি প্রায় ২০ দিন পূর্বে সেই জমিতে গিয়েছিলাম। তাদেরকে বিষ প্রয়োগের পরামর্শ দিয়। তারপর আরেক দিন সেখানে গিয়ে ছিলাম আবার একই ঔষধ ব্যবহার করতে বলি। সেটা ব্যবহারের কারণে যে টুকু ধানে আক্রমণ করেছিলো সেটুকু ধান নষ্ট হয়েছে। তবে তারা এক, দুই দিনের মধ্যে ধান কেটে নিবে।