পুঠিয়ার শিবপুরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযান


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহী পুঠিয়ার শিবপুরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার দুপুরে শিবপুর হাটে অবস্থিত পবা হাইওয়ে থানার সামনে রাজশাহী-নাটোর মহাসড়কের উপর এই অভিযান পরিচালনা করা হয়।

পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমান জানান, রাজশাহীর পবা হাইওয়ে থানার সামনে রাজশাহী-নাটোর মহাসড়কের উপর পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসাঃ রোমানা আফরোজ এবং পবা হাইওয়ে থানার অফিসার অফিসার ফোর্স এর উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় অবৈধ ভাবে যাত্রী পরিবহনের দায়ে ৬ টি ট্রাক, ২ টি লেগুনাকে এবং স্বাস্থ্যবিধি নামেনে ও সিগনাল না মানার কারনে ১টি মোটর সাইকেলসহ মোট ১১ টি মামলা দায়ের করা হয়।

 

এ সময় মোট ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।