পুঠিয়ায় ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং বিষয়ে দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণের উদ্বোধন


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় বেকার, দুঃস্থ ও অসহায় যুবকদের ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং বিষয়ে দক্ষতা বৃদ্ধি মূলক ১২ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পুঠিয়া কারিগরি কলেজের হল রুমে, উপজেলা পরিষদ এই প্রশিক্ষনের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু

এসময়  উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, সমাজ সেবা অফিসার রবিউল করিম, জাইকার ইউজিডিপি, এলজিডির ইউডিএফ শাহিন ওয়াজ সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষনের সহযোগীতা করেন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোওপারেশন এজেন্সী জাইকা। আর বাস্তবায়ন করেন পুঠিয়া উপজেলা যুব ও ক্রীড়া উন্নয়ন কমিটি।