পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ার জায়গীরপাড়া তরিকুল ইসলাম (২৬) নামের এক যুবক আত্নহত্যা করেছে। শনিবার মধ্যে রাতে পুঠিয়া উপজেলার জায়গীরপাড়া এলাকায় তার নিজ বাড়ীর বারান্দার তীরের সাথে ফাঁস দিয়ে এই দুর্ঘটনা ঘটান। তরিকুল বানেশ্বর ইউনিয়নের জায়গীরপাড়া এলাকার আব্বাস আলীর ছেলে।
পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত আঃ বারি জানান, তরিকুলকে বাড়ির বারান্দায় তীরের সাথে ঝুলতে দেখে থানায় খবর দিলে সকালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়লা তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
থানায় এ ব্যাপারে ইউডি মামলা করা হবে। তবে জানাযায়, তরিকুল ইসলাম একজন নেশা গ্রস্ত যুবক। সে নিয়মিত মাদকাসক্তের সাথে জড়িত ছিলে। তবে কি কারণে তিনি এমন কাজ করেছের কেউ বলতে পারছে না।