পুঠিয়ায় চোরাই শুকনো মরিজসহ আটক ৩


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:  রাজশাহীর পুঠিয়ায় চোরাই শুকনা মরিজ সহ তিন জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। এ সময় তাদের বহনকারী একটি পিকআপ ট্রাক আটক করা হয়। শুক্রবার রাতে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার মাইপাড়া বিলে থেকে তাদের আটক করে। 
পবা হইওয়ে থানার অফিসার ইনচার্জ লুুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশের একটি দল শুক্রবার রাতে সিরাজগঞ্জ থেকে আসা রাজশাহী গামী একটি পিকআপ ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৯-০৪১১) তল্লাসী করে। সে সময় ট্রাকে থাকা দুই বস্তা শুকনা মরিজ উদ্ধার করে।
এ সময় ট্রাকে থাকা শাকিল (২১), জিনারুল (৪২) এবং শান্ত ইসলাম (২৭) কে আটক করে। এরা একটি সংঘবদ্ধ চক্র। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে বলে জানান।