পুঠিয়ায় জনসেবা ক্লিনিক মালিকের ২০ হাজার টাকা জরিমানা


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে ক্লিনিক মালিকের ২০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা ভোক্তা-অধিকার অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ মাসুম আলী এর নেতৃত্বে পুঠিয়ার বিভিন্ন ক্লিনিক ডায়াগনষ্টিক এ ভ্রাম্যমান আদালতের অভিযানে পরিচালনা করা হয়।

জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা সদরে অভিযানে নিউ জনসেবা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক প্রতিষ্ঠানের ল্যাবে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট পাওয়ায় ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী ইন্সেপেক্টর হাফিজুর রহমান, ইউএইচসি পুঠিয়া ক্লিনিক ডায়াগনষ্টিক পর্যবেক্ষণ কমিটির সভাপতি ডাঃ বিধান কুমার ফৌজদার, পুঠিয়া ক্লিনিক ও ডায়াগনষ্টিক সমিতির সভাপতি এস এম আব্দুর রহমান, সহ পুঠিয়া থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

এ সময় ভোক্তা-অধিকার অধিদপ্তরের সহঃপরিচালক মোঃ মাসুম আলী জানান, উপস্থিত সকলের উদ্দেশ্যে এমন মহৎ কাজে সেবা দেওয়ার জন্য অনুরোধ জানান। পরবর্তীতে আবারও এরুপ অপরাধ সংঘটিত হলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।