নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর ফিকশ্চার খেলা অনুষ্ঠিত হয়। সোমবার (৩১ মে ২০২১ ইং) সকালে রাজশাহীর পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলার আয়োজন করা হয়।
এ সময় পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি.এম হিরা বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ, পুঠিয়া ইউপি চেয়ারম্যান আশরাফ খান সহ অনেকে উপস্থিত ছিলেন।
উক্ত খেলা ৩ টি ম্যাচে ৬টি দল অংশগ্রহণ করেন।